ঢাকা | বঙ্গাব্দ

কোহলির অবসর নিয়ে বোমা ফাটালো কোচ

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির হঠাৎ টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা যেন বাজ পড়ে যাওয়ার মতোই হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৫
কোহলির অবসর নিয়ে বোমা ফাটালো কোচ ছবি : সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির হঠাৎ টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা যেন বাজ পড়ে যাওয়ার মতোই হয়েছে। একদিকে আবেগঘন বিদায় বার্তা, অন্যদিকে উঠছে বিস্ময় ও প্রশ্ন—এমন এক সময়, যখন তিনি নাকি ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত হচ্ছিলেন!


সাবেক স্পিনার ও দিল্লি দলের কোচ শরণদীপ সিং বলছেন, কোহলির মধ্যে টেস্ট ছাড়ার কোনো ইঙ্গিত ছিল না। বরং তিনি রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন এবং ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ছিলেন। কোহলি নিজেই নাকি বলেছিলেন, এবারের সফরে ২০১৮ সালের মতো আবারও বড় রানের লক্ষ্যে আছেন।


শরণদীপের ভাষায়, “সে রঞ্জিতে খেলেছে, ইংল্যান্ড সফর নিয়ে কথা বলেছে। তার মানে ওর খেলার কথা ছিল। অবসরের ভাবনা বোঝা যায়নি একবারও।” ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ৫৯৩ রান করেছিলেন কোহলি, করেছিলেন দুটি সেঞ্চুরি। এবারও নাকি সেই রকম কিছু করার পরিকল্পনা ছিল তার।


অবসর ঘোষণার আগে বিসিসিআইকেও নাকি অবগত করেছিলেন কোহলি, যদিও বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। তা সত্ত্বেও এত দ্রুত সিদ্ধান্ত কার্যকর করায় অনেকেই হতবাক।


জুনে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর। ২০ জুন লিডসে প্রথম টেস্ট। কোহলির অভাব সেখানে কতটা অনুভব করবে ভারতীয় দল, তা সময়ই বলে দেবে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কেন এমন সময়ে এমন সিদ্ধান্ত?


thebgbd.com/NA