ঢাকা | বঙ্গাব্দ

সরকারি দরে এলপি গ্যাস মিলছে না

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন চারটি কোম্পানি থেকে এলপি গ্যাস সংগ্রহ করে বিক্রি করেন ৩ হাজারের বেশি পরিবেশক।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৫
সরকারি দরে এলপি গ্যাস মিলছে না ছবি : সংগৃহীত।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন চারটি কোম্পানি থেকে এলপি গ্যাস সংগ্রহ করে বিক্রি করেন ৩ হাজারের বেশি পরিবেশক। সরকার নির্ধারিত দরে এই গ্যাস সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে তা বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। ভোক্তাদের কাছ থেকে প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।


বর্তমানে পরিবেশকদের কোম্পানি পর্যায়ে ১২.৫ কেজির একটি সিলিন্ডার কিনতে খরচ হয় ৭৮৪ টাকা। অন্যান্য খরচসহ বিক্রির সর্বোচ্চ দাম ৮২৫ টাকা হলেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়।


বিপিসির তদন্তেও এই দামের গড়মিল উঠে এসেছে। পরিবেশকেরা দাবি করেন, কোম্পানিগুলোর কাছ থেকে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাঁরা খরচ তুলতে বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করে। এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতারাও এই অভিযোগ স্বীকার করেছেন।


তবে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং গ্যাস অপব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনার কথাও জানান।


বিপিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশক ও বিপণন নীতিমালা অনেক পুরোনো, হালনাগাদ করা জরুরি। একই সঙ্গে সরকারি গ্যাস সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে ‘গ্রাহক কার্ড’ চালু করার সুপারিশ এসেছে যাতে ভোক্তা নির্ধারিত দামে গ্যাস পান।


ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের মতে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি না থাকায় এ অব্যবস্থা চলছেই। ফলস্বরূপ লাভবান হচ্ছেন পরিবেশকেরা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।


thebgbd.com/NA