খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে শোকজ করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে কথা বলতে যান শিক্ষার্থীরা।
এ দিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার সপ্তম দিনেও ক্লাসে ফেরেননি কুয়েটের শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগ তুলে গত সোমবার ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। ১৫ মে বিকাল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। এ সময় তদন্ত কমিটির বিরুদ্ধে প্রহসনের অভিযোগ তুলেছেন তারা।
শিক্ষকদের লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নেবেন না বলে জানিয়েছেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।’
কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিলে পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
thebgbd.com/NIT