ঢাকা | বঙ্গাব্দ

বোয়িং থেকে চীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

চীনা কর্মকর্তারা এখন দেশীয় এয়ারলাইনগুলোকে আবার মার্কিন তৈরি বিমান অর্ডার করতে বলছেন।
  • অনলাইন ডেস্ক | ১৩ মে, ২০২৫
বোয়িং থেকে চীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার মার্কিন বিমান সংস্থা বোয়িং।

চীন দেশীয় বিমান সংস্থাগুলোর ওপর থেকে বোয়িংয়ের নতুন বিমানের অর্ডার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বেইজিং ও ওয়াশিংটন তাদের বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমাতে সাময়িকভাবে শুল্ক হ্রাসে সম্মত হওয়ার পর দেশটি এমন সিদ্ধান্ত নিল। বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে। 


বোয়িং জানায়, যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করায়, গত মাসে চীনা এয়ারলাইনগুলো তাদের নতুন বিমান অর্ডার বন্ধ রাখে। কিন্তু মঙ্গলবার ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে জানানো হয়, চীনা কর্মকর্তারা এখন দেশীয় এয়ারলাইনগুলোকে আবার মার্কিন তৈরি বিমান অর্ডার করতে বলছেন। বোয়িং এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।


সোমবার চীন ও যুক্তরাষ্ট্র আগামী ৯০ দিনের জন্য একে অপরের ওপর আরোপিত শুল্ক অনেকটাই কমিয়ে দেবে  এবং আলোচনাও চালিয়ে যাবে- এমন ঘোষণা দেওয়ার পর এই খবর আসে। এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, আর চীন পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায়।


সূত্র: এএফপি


এসজেড