আগামী ৮-১০ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আতিথ্য দেবেন রাজা তৃতীয় চার্লস। ব্রেক্সিটের পর দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ব্রিটিশ রাজপরিবার তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানায়, পর এ সফরে ম্যাক্রোঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গেও আলোচনা করবেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সে চার্লসের রাষ্ট্রীয় সফরের পর ম্যাক্রোঁ এ সফরে যাচ্ছেন। রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা ব্রিটিশ রাজ পরিবারের একটি গুরুত্বপূর্ণ বাসস্থান ‘উইন্ডসর ক্যাসেলে’ ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিটকে আতিথ্য দেবেন বলে সোশ্যাল মিডিয়া একাউন্টে জানানো হয়।
সূত্র: এএফপি
এসজেড