যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কে আসন্ন আলোচনায় অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহেই সেখানে যাচ্ছেন।
রিয়াদ থেকে এএফপি জানায়, রিয়াদে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই সপ্তাহের শেষদিকে, সম্ভবত বৃহস্পতিবার তুরস্কে আলোচনা অনুষ্ঠিত হবে এবং এতে কিছু ভালো ফলাফল আসতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘মার্কো সেখানে যাচ্ছেন।’
সূত্র: এএফপি
এসজেড