ঢাকা | বঙ্গাব্দ

জিম্মি পরিবারদের সঙ্গে উইটকফের সাক্ষাৎ

উইটকফ জোর দিয়ে বলেন, সকলকে ফিরিয়ে আনা ছাড়া তারা কিছুতেই সন্তুষ্ট হবেন না, কারণ এটি প্রেসিডেন্ট ট্রাম্পের মিশন।
  • অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২৫
জিম্মি পরিবারদের সঙ্গে উইটকফের সাক্ষাৎ জিম্মিদের ছবি হাতে স্বজনরা।

আমেরিকান-ইসরায়লি সেনা ইদান আলেক্সান্ডার মুক্তি পাওয়ার একদিন পর মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি। জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার ইসরায়েলি পরিবারগুলোর সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন।


প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দুই কর্মকর্তা বাকি ৫৮ জন জিম্মিকে—যাদের কেউ কেউ জীবিত এবং কেউ কেউ মৃত—ফিরিয়ে আনার বিষয়ে তাদের ব্যক্তিগত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে সংগঠনটি, যারা জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। বিবৃতিতে আরও বলা হয়, উইটকফ জোর দিয়ে বলেন, সকলকে ফিরিয়ে আনা ছাড়া তারা কিছুতেই সন্তুষ্ট হবেন না, কারণ এটি প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প)-এর মিশন।


গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে দোহায় সাম্প্রতিক আলোচনাসহ আলোচনা অব্যাহত রয়েছে। ফোরাম জানায়, উইটকফ ও বোয়েলার আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। এই আলোচনা চলছে এমন সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারসহ উপসাগরীয় দেশগুলো সফর করছেন।


উইটকফ আরও জানিয়েছেন, তিনি সোমবার মুক্তি পাওয়া ইডান আলেক্সান্ডারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘ইডান আলেক্সান্ডারের সঙ্গে দেখা করে তাকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গেও কথা বলার সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। আমরা প্রতিটি জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’


সূত্র: এএফপি


এসজেড