ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেও চীনকে হুঁশিয়ারি ভারতের

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অরুণাচল প্রদেশ ইস্যুতে চীনকে সতর্কবার্তা দিয়েছে ভারত।
  • অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২৫
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেও চীনকে হুঁশিয়ারি ভারতের ফাইল ছবি

জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে হামলা এবং তার পরবর্তীতে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক অভিযানের জেরে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অরুণাচল প্রদেশ ইস্যুতে চীনকে সতর্কবার্তা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।


মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, “আমরা লক্ষ্য করছি যে চীন অরুণাচল প্রদেশের নতুন নামকরণের জন্য তাদের নিরর্থক ও অযৌক্তিক প্রচেষ্টা জারি রেখেছে। আমরা এই ধরনের তৎপরতা থেকে বেইজিংকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”


পরে মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়, “ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চীনের এ ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।


"আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। সৃজনশীল নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে," বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। কেবল সৃজনশীল নাম দিয়ে অনস্বীকার্য বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যায় না। অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”


প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতালাভেল পর থেকেই উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য ‘সেভেন সিস্টার্স’-এর অন্যতম সদস্য অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। অরুণাচল সীমান্তের অপর পাশেই তিব্বত। চীনের দাবি, যে অরুণাচলকে ভারত নিজেদের বলে দাবি করছে, তা আসলে তিব্বতের দক্ষিণ অংশ।


অরুণাচল প্রদেশের একটি নতুন নাম দিয়েছে চীন— জাংনান। ২০২৪ সালে অরুণাচলকে নিজেদের মানচিত্রভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে চীন, সেখানে অরুণাচলের পাশাপাশি রাজ্যের ৩০টি অঞ্চলের চীনা নাম দিয়েছিল বেইজিং। তবে ভারত সেই মানচিত্র প্রত্যাখ্যান করেছে।


ভারতের দীর্ঘতম নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয়ের পার্বত্য অঞ্চলের মানস সরোবরে। ভৌগলিকভাবে এই সরোবরটি পড়েছে তিব্বতে। তারপর তিব্বত ও অরুণাচল, আসাম ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র পড়েছে বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্রের তিব্বত অংশের নাম ইয়ারলাং সাংপো এবং অরুণাচল অংশের নাম সিয়াং।


ভারতকে চাপে রাখতে সম্প্রতি ব্রহ্মপুত্রের তিব্বত অংশে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ঘোষণা দিয়েছে তিব্বত। যদি এই প্রকল্পের কাজ চীন শুরু করে, তাহলে ভারতের নদনদীগুলোতে তার গুরুতর প্রভাব পড়বে। বিজেপির অরুণাচল শাখার প্রেসিডেন্ট এবং লোকসভার এমপি তাপির গাও চীনের এই প্রকল্পকে ‘ওয়াটার বোম্ব’ বলে উল্লেখ করেছেন।


সূত্র : এনডিটিভি


thebgbd.com/NIT