জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছে। ক্যাম্পাস থেকে বের হয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এসময় রাস্তায় লুটিয়ে পড়া এক শিক্ষার্থীকে বাঁচাতে মানবঢাল হয়ে দাঁড়ান এক শিক্ষক।
বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। কাকরাইল পৌঁছালেই শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো– আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
thebgbd.com/NIT