ঢাকা | বঙ্গাব্দ

গরমে হাঁসফাঁস, অবশেষে স্বস্তির বৃষ্টি

সকাল থেকে রাজধানীজুড়ে তীব্র রোদের জ্বলকানি ছিলো না বললেই চলে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২৫
গরমে হাঁসফাঁস, অবশেষে স্বস্তির বৃষ্টি ছবি : সংগৃহীত।

সকাল থেকে রাজধানীজুড়ে তীব্র রোদের জ্বলকানি ছিলো না বললেই চলে। দুপুর গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি। গতকাল মঙ্গলবারের গরমেও হাঁসফাঁস অবস্থা ছিলো জনজীবনে। অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। এদিকে আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, আজ বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টার মধ্যে দেশের নয় জেলার কিছু স্থানে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব স্থানে বজ্রপাতের আশঙ্কা আছে। বজ্রপাত চলার সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় আবহাওয়া অধিদপ্তর।


যে নয় জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে তার মধ্যে আছে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এসব জেলার কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে।


আজকের বিজ্ঞপ্তির সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় বিশেষ করে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দ শোনার পর সর্বশেষ শব্দের সময় থেকে অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে, যাতে প্রাণহানির ঝুঁকি কমানো যায়।



thebgbd.com/NA