ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সম্মানের সাথে পদত্যাগ না করলে আন্দোলনের মধ্য দিয়ে তাদের পদত্যাগ করানো হবে, তবে কোনোভাবেই তাদের হেনস্তা করা হবে না বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন রাকিব। প্রয়োজনে রাজপথে আন্দোলন করে সাম্যকে হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, উপাচার্যের গতকালের (মঙ্গলবার) আচরণের নিন্দা জানাই। একাত্তরের পরাজিত শক্তির কোনো লজ্জা শরম নেই। এই হত্যা নিয়ে ওরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছি। সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারে বিরুদ্ধে আন্দোলন নামব।
thebgbd.com/NA