ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৪

আইএসডব্লিউএপি এবং প্রতিদ্বন্দ্বী বোকো হারাম সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক ঘাঁটিতে আক্রমণ তীব্র করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২৫
নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৪ নাইজেরীয় সেনা।

মঙ্গলবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি সেনা ঘাঁটিতে জিহাদিদের হামলায় কমপক্ষে চার সেনা নিহত এবং বেশ কিছু সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। এক সামরিক সূত্র এবং একজন বাসিন্দা জানিয়েছেন একই ধরনের হামলায় চার সেনা নিহত হওয়ার একদিন পর এ হামলায় ঘটনা ঘটল। মাইদুগুড়ি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


একজন সামরিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের শহর র‌্যানে ভোরের ঠিক আগে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর সদস্যরা ঘাঁটিতে হামলা চালায়। কর্মকর্তা বলেন, ‘সামরিক ঘাঁটিতে আইএসডব্লিউএপি সন্ত্রাসীদের হামলায় চার সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।’


হামলার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হামলাকারীরা অস্ত্র ও সামরিক যানবাহন দখল করে এবং ‘বেশ কয়েকজন’ সৈন্যকে জিম্মি করে। রানের বাসিন্দা আরি কিমে জানান, হামলায় পাঁচ সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। কিমে বলেন, জিহাদিরা ‘ঘাঁটি ছেড়ে যাওয়ার আগে অস্ত্রের তিনটি ট্রাক ছিনিয়ে নিয়েছে। 


আইএসডব্লিউএপি এবং প্রতিদ্বন্দ্বী বোকো হারাম সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক ঘাঁটিতে আক্রমণ তীব্র করেছে। এএফপির এক হিসাব অনুযায়ী, গত দুই মাসে জিহাদি কর্তৃক আক্রান্ত দশম ঘাঁটি হলো র‌্যান। সামরিক সূত্র অনুসারে, সোমবার আইএসডব্লিউএপি জঙ্গিরা মার্তেতে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে চার সেনাকে হত্যা করে এবং অনেককে জিম্মি করে অস্ত্র নিয়ে যায়। 


২০১৯ সাল থেকে, জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সৈন্যরা জঙ্গি হামলা আরো ভালোভাবে প্রতিরোধ করার জন্য কিছু ছোট সেনা ঘাঁটি বন্ধ করে দিয়েছে এবং বৃহত্তর গ্যারিসনে স্থানান্তরিত হয়েছে। তবে আক্রমণগুলো তীব্র হয়েছে। এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বে বিভিন্ন জিহাদি হামলায় সৈন্য সহ প্রায় ১০০ জন নিহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড