তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ বৈঠকে অনলাইনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। বৈঠকে তিনি সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন’ বলে মন্তব্য করেন। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
আনাদোলুর বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, বৈঠকে এরদোগান বলেন, ট্রাম্পের এ পদক্ষেপ অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে, যারা এখনো সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তিনি আরও জানান, তুরস্ক সিরিয়ার নতুন নেতৃত্বের পাশে থাকবে, বিশেষত, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: এএ্ফপি
এসজেড