সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান শুরু হচ্ছে আগামীকাল থেকে—এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, মাদকের বিষয়টি মাথায় রেখেই এই রেইডে থাকবে নারকোটিকস বিভাগ, ডিএমপি এবং সিটি করপোরেশনের যৌথ টিম। এসব অভিযান নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি জানান, রাজু ভাস্কর্যের পেছনের গেট চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেট ঘেঁষা সব ধরনের অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হবে। এসব কার্যক্রম পর্যবেক্ষণে গণপূর্ত বিভাগের নেতৃত্বে একটি মনিটরিং কমিটিও গঠন করা হবে।
উদ্যানে অপরাধ প্রতিরোধে বাড়ানো হবে আলোর পরিমাণ এবং স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। মনিটরিংয়ের দায়িত্বে থাকবে ডিএমপি। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানে একটি স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।
thebgbd.com/NA