ঢাকা | বঙ্গাব্দ

জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চায় দুদক

ঘুষ নেওয়ার অভিযোগে তলবের পরও দুদক কার্যালয়ে উপস্থিত না হওয়ায় ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২৫
জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চায় দুদক ছবি : সংগৃহীত।

ঘুষ নেওয়ার অভিযোগে তলবের পরও দুদক কার্যালয়ে উপস্থিত না হওয়ায় ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৪ মে) দুদক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন টিউলিপ। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


তিনি আরও বলেন, শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতাতেও কাজ করছে দুদক।


এর আগে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপকে তলব করা হয়েছিল। আজ সকাল ১০টায় সেগুনবাগিচার দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি বা তার কোনো প্রতিনিধি আসেননি।


দুদক সূত্র জানিয়েছে, ৮ মে প্রথমবার তাকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় তাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।


thebgbd.com/NA