চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে বক্তব্য রাখেন তিনি। বলেন, অর্থনীতির শুরু হওয়া উচিত মানুষ দিয়ে, ব্যবসা দিয়ে নয়। গৎবাঁধা ধারা মেনে চললে সমাজে কোনো পরিবর্তন আসবে না। আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই গড়তে হবে নতুন অর্থনীতি।
তিনি বলেন, “ইচ্ছে না থাকলে সবকিছু থাকলেও অভাব থেকেই যায়। জমি আছে, পানি আছে—তবু কিছু করা হয় না, কারণ কেউ শুরু করেনি। সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
ব্যবসা-ভিত্তিক অর্থনৈতিক ভাবনা যে তাকে ভুল পথে নিয়েছিল, সেটিও উল্লেখ করেন ইউনূস। বলেন, “অর্থনীতির শুরুর জায়গা ছিল ভুল, মানুষ নয়—ছিল ব্যবসা। এটা বদলাতে হবে।”
সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করে। তিনি দুপুর ২টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
thebgbd.com/NA