ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিককের নাম আজিজুর হক। তিনি ওই উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২৫
সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।


ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিককের নাম আজিজুর হক। তিনি ওই উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে।


ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়।


এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ  বলেন, বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।


বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা আশ্বস্ত করেছে বলে জনিয়েছেন তিনি।


thebgbd.com/NIT