সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার (১৪ মে) রাতে নাটকীয় ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শিরোপার আশা কিছুটা বেঁচে আছে রিয়াল মাদ্রিদের জন্য। তবে বৃহস্পতিবার (১৫ মে) বার্সেলোনা ওসাসুনার বিপক্ষে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে তাদের।
ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদের দল একাদশ সাজাতেই এখন কঠিন হয়ে যায়। তবে ভাঙ্গাচোরা দল নিয়েও মায়োর্কার বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে এমবাপ্পে-এন্ড্রিকরা। কিন্তু ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। ১১তম মিনিটে মায়োর্কাকে এগিয়ে দেন মার্টিন ভালেন্ট। ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার শট আটকাতে পারেননি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক।
এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় রিয়াল। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। রিয়াল গোল করতে ভ্যরথ হয় মূলত মায়োর্কার গোলরক্ষক রোমানের দুর্দান্ত সব সেভের কারণে।
তবে দ্বিতীয় হাফে রিয়াল মাদ্রিদকে আর ঠেকিয়ে রাখা যায়নি। ৬৮তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের গোল হলো ২৮টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি।
এরপর আক্রমণ চালিয়েছে রিয়াল। তবে গোলের দেখা পাচ্ছিল না। যখন মনে করা হচ্ছিলো, ড্র করে আজই বার্সেলোনাকে শিরোপা জয়ের উল্লাসে ভাসাবে রিয়াল তখনই জয়সূচক গোলটি করের রামন। ২০ বছর বয়সি এই তরুণ ডিফেন্ডার রিয়ালের সিনিয়র দলে খেলা দ্বিতীয় ম্যাচেই গোল করে দলকে জেতালেন। বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন রামন।
৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সেলোনা।
thebgbd.com/NIT