ঢাকা | বঙ্গাব্দ

কিছু অভিবাসীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ

নিউসম বলেন, ১ কোটি ৫০ লাখ মেডিক্যাল বা স্বাস্থ্যসেবা প্রাপকের প্রায় ১১ শতাংশই অননুমোদিত।
  • অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২৫
কিছু অভিবাসীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গেভিন নিউসম বুধবার অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ করার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্থির শাসনব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার জন্য এ প্রস্তাব করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


নিউসম এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যালিফোর্নিয়ার উচিত আগামী বছর থেকে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পাবলিক মেডিক্যাল প্রোগ্রামে বা জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি স্থগিত করা। যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন সেই ব্যক্তিদের কাছ থেকে প্রতি মাসে ১০০ ডলার আদায় করা।


তিনি বলেন, ‘আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সংখ্যা কমাচ্ছি না। বিশেষ করে যাদের নথিপত্র নেই তাদের জন্য আমরা কেবল এটি সীমিত করছি।’ নিউসম বলেন, ১ কোটি ৫০ লাখ মেডিক্যাল বা স্বাস্থ্যসেবা প্রাপকের প্রায় ১১ শতাংশই অননুমোদিত।


মার্চ মাসে, ক্যালিফোর্নিয়া রাজ্য আইনসভা জানায়, ২০২৩ সালে শুরু হওয়া অনিবন্ধিত অভিবাসীদের জন্য মেডিক্যাল সেবার  ফলে ২০২৪ সালে প্রত্যাশার চেয়ে ২.৭ বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। ওষুধের উচ্চ মূল্যের কারণেও এই কর্মসূচির খরচ বেড়ে গেছে, যার মধ্যে ওজন নিয়ন্ত্রণের প্রেসক্রিপশনের ক্রমবর্ধমান চাহিদাও রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড