আবাসন সংকটসহ তিন দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে সড়ক অবরোধ করে রাখায় কাকরাইল মোড় ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, আবাসন সুবিধা ও ভাতা না পাওয়ার কারণে তারা রাস্তাকেই আশ্রয় হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য— “লাঠিপেটা, জলকামান, টিয়ার গ্যাস, রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখানে থেকেছি। এখন খালি হাতে ফিরে যাওয়া সম্ভব নয়।”
রাতে রাস্তায় অনেককে খালি গায়ে, পাতা বা কাপড় বিছিয়ে শুয়ে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও। সাদা দলের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষক রাতভর সড়কে ছিলেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন— ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
thebgbd.com/NIT