সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হলো বুধবার (১৪ মে)। বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪১৮ জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করে। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয় দোয়া মাহফিল, যেখানে দোয়া পরিচালনা করেন হজরত শাহজালাল (র.) দরগাহ মসজিদের খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
ফ্লাইট উদ্বোধন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট ম্যানেজার শাহনেওয়াজ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান এবং হাব সিলেট জোনের চেয়ারম্যান মো. আব্দুল হক।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের হজযাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ফ্লাইট মদিনায় গেলেও বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। যদিও ঢাকায় রোড টু মক্কা কর্মসূচির আওতায় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়, তবে সিলেট থেকে যাওয়া যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সেখানে পৌঁছে করা হবে।
আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানিয়েছেন, এ বছর সিলেট থেকে হজে যাচ্ছেন ২ হাজার ৭০০ জন, এর মধ্যে ২ হাজার ৯৫ জন বিমানের সরাসরি ফ্লাইটে এবং বাকিরা ঢাকা থেকে যাত্রা করবেন। সিলেটের তিনটি শীর্ষ হজ এজেন্সি তাদের নিবন্ধনসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে।
thebgbd.com/NIT