মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এড়িয়ে একটি চুক্তি হওয়ার পথে রয়েছে। দোহা থেকে এএফপি জানায়, কাতার সফররত ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে পারমাণবিক ধুলোর সৃষ্টি করব না। মনে হচ্ছে, এটি না করেই আমরা একটা চুক্তির দিকে এগোচ্ছি।’
ট্রাম্পের এই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। তিনি জানান, ইরান থেকে আসা সাম্প্রতিক বক্তব্য তাকে আশাবাদী করেছে। ‘আপনারা হয়তো আজকের সংবাদ পড়েছেন—ইরান চুক্তির শর্ত মেনে নিয়েছে বলেই মনে হচ্ছে,’ বলেন ট্রাম্প। তবে তিনি কোন বক্তব্যের কথা বলেন, তা স্পষ্ট করেননি।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর বিস্তৃত নিয়ন্ত্রণ মেনে নিতে প্রস্তুত রয়েছে। শামখানি জানান, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছেড়ে দিতে পারে।
এ সময় ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইরান ভাগ্যবান তার পাশে এই আমির রয়েছেন। তিনি আসলে তাদের পক্ষেই লড়ছেন। তিনি চান না আমরা ইরানের ওপর কোনো নির্মম আঘাত হানি।’ ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছেন, কারণ তিনি চান না ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সামরিক হামলা চালাক।
সূত্র: এএফপি
এসজেড