রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক ও জব্দের পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙ্গে পরেন ক্ষতিগ্রস্ত চালকগণ। কিন্তু তাদের কান্নাকে উপেক্ষা করে প্রকাশ্যেই গুড়িয়ে দেয়া হয় রিক্সাগুলো। রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত ৬ জন রিকশাচালককে আজ বৃহষ্পতিবার প্যাডেল চালিত রিকশা এবং আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের মধ্যে একজন পঙ্গু (প্রতিবন্ধী) রিকশাচালক।
এ বিষয়টি বেশ প্রশংসা জুগিয়েছে। অনেকে ফেসবুকে রিকশা ও অর্থ প্রদানের ছবি শেয়ার করে নানা প্রশংসাবাণী লিখছেন।
রাশেদ খান নামে একজন অ্যাকটিভিস্ট এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষগুলো যখন আমিনুল ভাইয়ের নিকট থেকে উপহার নিয়ে ফিরছিলেন, তখন কয়েকজনকে দেখলাম, বৃষ্টিভেজা আসমানের দিকে তাকিয়ে দোয়া করছে! আমার বিশ্বাস, এই দোয়া গুলো আমিনুল ভাই সহ যারা রাজনীতি করেন তাদের সব চাইতে বড় অর্জন।'
গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ জানিয়েছিল, শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। তবে ওই দিন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর কর্মীরা অভিযানে ৩০টির মতো রিকশা জব্দ করেছে।
thebgbd.com/NA