ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট ছাড়লেও কমছে না রোহিত-কোহলির বেতন

রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণা করেছিল। ফলে এখন অবসর নিলেও তাদের সেই চুক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ মে, ২০২৫
টেস্ট ছাড়লেও কমছে না রোহিত-কোহলির বেতন ফাইল ছবি

কেন্দ্রীয় চুক্তিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এ প্লাস ক্যাটাগরিতে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরে তাদের ৭ কোটি টাকা করে দেবে বিসিসিআই। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও তাদের বেতন কমছে না। এমনটাই জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিত শইকিয়া।


রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণা করেছিল। ফলে এখন অবসর নিলেও তাদের সেই চুক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না।


সংবাদ সংস্থা এএনআইকে শইকিয়া বলেন, 'কোহলি এবং রোহিতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাই থাকছে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও কোনও চুক্তি বদল হচ্ছে না। ওরা ভারতীয় ক্রিকেটের অংশ। যে সুযোগ সুবিধা ওরা পাচ্ছে, সেটাই পাবে।'



ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। তার আগে রোহিত এবং কোহলি অবসরের ঘোষণা দেন। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে কোহলি ১২৩টি ম্যাচ খেলেছেন। রোহিত ৬৭টি ম্যাচ খেলেছেন। কোহলি টেস্টে ৯২৩০ রান করেছেন। রোহিত করেছেন ৪৩০১ রান।


২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত এবং কোহলি। এ বার টেস্ট থেকে অবসর নিয়েছেন দুজনই। অর্থাৎ, ওয়ানডে ছাড়া আর কোনও ধরনের ক্রিকেটে দেশের হয়ে খেলবেন না তারা। যদিও তাতে বার্ষিক আয় কমছে না।


thebgbd.com/NIT