ঢাকা | বঙ্গাব্দ

কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে বসতে চান শেহবাজ

উত্তেজনার মাঝেও কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানিয়েছেন শেহবাজ।
  • অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২৫
কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে বসতে চান শেহবাজ ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।


যদিও উত্তেজনার মাঝেও কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানিয়েছেন শেহবাজ।


এদিকে, ভারত চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, অভ্যন্তরীণ চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি উদ্দেশ করে শেহবাজ বলেন, আমরা সংলাপ ও শান্তির পক্ষে, কিন্তু আবার পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে কিছুই অবশিষ্ট থাকবে না। এবার আমাদের জবাব আরও শক্তিশালী হবে। তিনি স্পষ্ট করে বলেন, সিন্ধু চুক্তি লঙ্ঘনের চিন্তাও যেন না করে ভারত।


thebgbd.com/NIT