ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শাহবাগ থানা ঘেরাও

রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শাহবাগ থানা ঘেরাও ছবি : সংগৃহীত।

রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। তারা ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (১৬ মে) আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টা নাগাদ ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে তারা ভাস্কর্যে জড়ো হন। পরে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগ থানা ঘেরাও করে রেখেছেন। এদিকে শাহবাগ থানার ফটকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘেরাওয়ের পর আলোচনার জন্য একটি প্রতিনিধি দল থানার ভেতর গেছেন। এই দলে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুস সালাম, ড. অসীম দাস, ড. সিরাজুল ইসলাম রয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের থেকে চারজন প্রতিনিধি রয়েছেন।


thebgbd.com/NA