দেশের ফুটবল নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) দর্শকের আগ্রহের কথা মাথায় রেখে উন্মোচন করেছে নতুন জার্সি।
ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে বৃহস্পতিবার (১৫ মে) রাতে বাংলাদেশ দলের নতুন জার্সি উন্মোচন করে অফিসিয়াল কিট স্পন্সর দৌড়।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে তৈরি করা নতুন জার্সিতে ঠাঁই পেয়েছে দেশজ ঐতিহ্য। সাদা রঙের জার্সিতে মূল কাজ হাতাও ও দুই পাশের অংশে।
দুই হাতায় রাখা হয়েছে জামদানি শাড়ি, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, সুন্দরবন ও জাতীয় মাছ ইলিশকে রাখা। জামদানির নকশায় ফুটে উঠেছে বাঘের মুখের প্রতিচ্ছবি, যেখানে সবগুলো উপাদান একসঙ্গে দৃশ্যমান।
হাতার নিচে এবং ভি আকৃতির কলারের নিচে রাখা হয়েছে লাল-সবুজ স্ট্রাইপ। জার্সির দুই পাশে সবুজের গাঢ় শেড এবং কলারের পেছনে গতবারের মতো মানচিত্রের ক্যালিগ্রাফিতে বাংলাদেশ লেখা।
জার্সি উন্মোচনের ভিডিওতে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজী ও তপু বর্মন। জার্সির ডিজাইন করেছেন তাসমিত আফিয়াত অর্নি। জার্সি উন্মোচনের ভিডিওতে দৌড় লিখেছে, অপেক্ষার পালা শেষ। একটি প্রতীক, যা আমাদের একতাবদ্ধ করে।
thebgbd.com/NA