বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ছবির শুটিং চলাকালীন এক নারী ক্রু সদস্যকে যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় বলিউড অভিনেতা বিজয় রাজকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি আদালত। ২০২০ সালের ওই মামলায় পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, আদালত বৃহস্পতিবার (১৫ মে) রায়ে জানিয়েছে, অভিযোগপত্রে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এবং তদন্তে মারাত্মক ত্রুটি থাকায় রাজকে অভিযুক্ত করা যায়নি।
গোনদিয়ার রামনগর থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৫ অক্টোবর রাত থেকে ২৯ অক্টোবর সকাল পর্যন্ত গোনদিয়ার একটি হোটেলে অভিনেতা বিজয় রাজ অভিযোগকারীকে হয়রানি করেছিলেন বলে দাবি করা হয়।
অভিযোগের ভিত্তিতে ৪ নভেম্বর অভিনেতাকে মধ্যপ্রদেশের বালাঘাট থেকে গ্রেপ্তার করা হলেও সেদিনই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
তবে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মামলার তদন্তকারী কর্মকর্তারা হোটেলে যাননি এবং অভিযোগকারীর উল্লেখ করা হোটেল স্টাফদের বয়ান গ্রহণ করেননি।
আদালতের আদেশে বলা হয়েছে, প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণ দুর্বল ও অপর্যাপ্ত। এমনকি যে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল তাতেও বিজয় রাজকে অপরাধ সংঘটিত করতে স্পষ্টভাবে দেখা যায়নি।
এই রায়ের প্রতিক্রিয়ায় বিজয় রাজের আইনজীবী সাবিনা বেদি সচার বলেন, ‘এই মিথ্যা অভিযোগের কারণে শুটিং চলাকালীন তাকে কাজ ছেড়ে যেতে হয়েছিল এবং পরবর্তীতে তিনি অনেক কাজ হারিয়েছেন। আদালতের এই রায় তাদের জন্য শিক্ষা হওয়া উচিত যারা অভিযোগ উঠলেই কাউকে অপরাধী মনে করেন।’
উল্লেখ্য, ‘স্ত্রী’, ‘দিল্লি বেলি’, ‘রান’ ও ‘দেড় ইশকিয়া’-র মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য খ্যাত বিজয় রাজকে ওই ঘটনার পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।
thebgbd.com/NA