ঢাকা | বঙ্গাব্দ

রুবিও-নেতানিয়াহু বৈঠক

রুবিও বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তিনি গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২৫
রুবিও-নেতানিয়াহু বৈঠক মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সিরিয়া ও ইরান বিষয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে কূটনৈতিক সফরের সময় এই আলোচনা হয়। আন্তালিয়া থেকে এএফপি এই খবর জানায়।


তুরস্কে ন্যাটো আলোচনায় যোগ দিতে ট্রাম্পের সফর থেকে বিরত থাকা রুবিও বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তিনি গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্য ও অন্যান্য সরবরাহ প্রবেশে ইসরায়লের বাধার কারণে মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, রুবিও ‘ইসরায়েলের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্কের প্রতি গভীর মার্কিন অঙ্গীকার এবং ইসরায়েলি নিরাপত্তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছেন।’ 


তিনি আরো বলেছেন, রুবিও এবং নেতানিয়াহু ‘সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর সিরিয়া নিয়ে আলোচনা করেছেন’। রুবিও এবং ইসরাইলি নেতা ‘ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয় তা নিশ্চিত করার জন্য তাদের পারস্পরিক প্রতিশ্রুতি ভাগ করে নিয়েছেন।’


সূত্র: এএফপি


এসজেড