যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন শহর নিউ অরলিন্সে একটি কারাগার থেকে একসঙ্গে ১০ কয়েদি পালিয়ে গেছে। তারা টয়লেটের পেছনের দেয়াল ভেঙে রাতের আঁধারে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কয়েদিরা পালিয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
তল্লাশি অভিযানে নামা পুলিশের ভাষ্য, পলাতকরা সবাই ‘সশস্ত্র ও বিপজ্জনক’ বলে বিবেচিত। তাদের মধ্যে একজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। তিনি পর্যটন এলাকায় একটি গাড়ির নিচে লুকিয়ে ছিলেন। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১২টার কিছু পর কয়েদিরা প্রথমে টয়লেটের পেছনের দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে। এরপর জেলের ভেতর দিয়ে ঘুরে ঘুরে তারা একটি সুরক্ষিত দেয়াল টপকে বাইরে চলে যায়। তাদের অনুপস্থিতি ধরা পড়ে সকালে ৮টা ৩০ মিনিটে গোনাগুনিতে।
প্রথমে কর্তৃপক্ষ জানায় ১১ জন পালিয়েছে, পরে সংশোধন করে জানায় প্রকৃত সংখ্যা ১০। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পলাতকদের কয়েকজন হত্যা মামলার আসামি। একটি কারাগার কক্ষের অভ্যন্তরের একটি ছবি সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যায়, একটি আয়তাকার গর্ত দিয়ে তারা পালিয়েছে। গর্তের ওপরের দেয়ালে অশ্লীল শব্দের পাশাপাশি লেখা রয়েছে, ‘আমরা নিরপরাধ, আমরা পালালাম, খুব সহজে।’
সূত্র: এএফপি
এসজেড