ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে কার্যত বন্ধ হয়ে গেছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম।
শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া ইশরাকপন্থীরা নগর ভবনের সব ফটকে তালা লাগান। বিক্ষোভকারীরা জানান, তারা মোট ৬৫টি তালা লাগিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিক্ষোভের কারণে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে রয়েছেন। তালা লাগানোর ফলে স্থানীয় সরকার বিভাগের দপ্তরসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বিক্ষোভকারীরা জানান, আগের বৃহস্পতিবারও নগর ভবনের ফটকে তালা দিয়ে কর্মসূচি পালন করা হয় এবং সেদিন থেকেই সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। আজ সকাল থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান করেন এবং বেলা ১১টার দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করলেও পুলিশের ব্যারিকেডে আটকে যান।
বেলা দেড়টার দিকে বিক্ষোভকারীরা রোববারও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
প্রসঙ্গত, আদালতের রায় অনুযায়ী ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও, এখনও তার শপথের ব্যবস্থা হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে আইন ও বিচার বিভাগে মতামত চেয়ে চিঠি দিয়েছে, যা আন্দোলনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
thebgbd.com/NIT