ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগপন্থি হলেও বাধা না দিলে বিএনপিতে যোগের সুযোগ: আমির খসরু

আমির খসরু বলেন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিএনপিতে নেওয়া যাবে না।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২৫
আওয়ামী লীগপন্থি হলেও বাধা না দিলে বিএনপিতে যোগের সুযোগ: আমির খসরু ফাইল ছবি

আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তবে বিএনপির কর্মকাণ্ডে বাধা দেননি—এমন ব্যক্তিরা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউরীতে বিএনপির বিভাগীয় কার্যালয়ে ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আমির খসরু বলেন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিএনপিতে নেওয়া যাবে না। তবে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির ওপর জুলুম করেননি, বরং সহযোগিতা করেছেন, তাদের প্রকাশ্যে দলে নেওয়া যেতে পারে।


তিনি আরও বলেন, সদস্য সংগ্রহের সময় তা উৎসবমুখরভাবে করতে হবে, প্রচার করতে হবে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ অনেকে।


thebgbd.com/NIT