ঢাকা | বঙ্গাব্দ

ফারাক্কা বাঁধ সংলগ্ন এলাকায় ভারতের যৌথ সামরিক মহড়া

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২৫
ফারাক্কা বাঁধ সংলগ্ন এলাকায় ভারতের যৌথ সামরিক মহড়া ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় যৌথ সামরিক মহড়া (মকড্রিল) চালিয়েছে ভারত। শুক্রবার (১৬ মে) ফারাক্কা ব্যারেজের সেতু, রেললাইন এবং আশপাশের এলাকায় এই মহড়ায় অংশ নেয় বিএসএফ, সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যরা।


সিআইএসএফ কমান্ড্যান্ট মুকেশ কুমার বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের ভেতরেও বিপদের আশঙ্কা রয়েছে। ফারাক্কা ব্যারেজ উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল—এখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দেশের জন্য বড় ক্ষতি। তাই যৌথ মহড়া করে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে সংশোধন করা হয়েছে।”


এর আগে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকায় ‘তিস্তা প্রহার’ নামে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় আকারের অস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে মর্টার, হেলিকপ্টার ফায়ারিং ও ড্রোন ব্যবহারের কৌশল অনুশীলন করে সেনারা।


ফারাক্কার মহড়ায় যদিও ভারী অস্ত্র ব্যবহৃত হয়নি, তবুও এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যৌথ মহড়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকাগুলোর পাশাপাশি অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতেও এখন বাড়তি নজর দিচ্ছে ভারত। বিশেষ করে ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে এমন মহড়াকে কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।


thebgbd.com/NIT