ঢাকা | বঙ্গাব্দ

কারাগারে মমতাজ

১২ মে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২৫
কারাগারে মমতাজ ফাইল ছবি

জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে হকার সাগর হত্যা মামলায় রিমান্ড শেষে সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।


১২ মে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মমতাজের পক্ষে জামিন চাওয়া হলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত তা নামঞ্জুর করেন।


মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ জুলাই মিরপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মা বিউটি আক্তার ২৭ নভেম্বর মামলা করেন, যেখানে ২৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২৫০-৪০০ জনকে আসামি করা হয়। ওই তালিকায় ৪০ নম্বরে মমতাজ বেগমের নাম রয়েছে।


উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৮ সাল থেকে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ নির্বাচনে তিনি পরাজিত হন। সরকার পরিবর্তনের পর আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তার নাম উঠে এসেছে।


thebgbd.com/NIT