আরব লীগ শীর্ষ সম্মেলনের আয়োজক ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি শনিবার বলেছেন, তার দেশ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন ও গাজার পুনর্গঠনে ৪ কোটি মার্কিন ডলার প্রদান করবেন। বাগদাদ থেকে এএফপি এই খবর জানায়।
বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন আরব নেতাদের উদ্দেশ্যে সুদানি বলেছেন, এই অঞ্চলে সঙ্কটের পর পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে ‘আরব তহবিল’ গঠনের উদ্যোগকে ইরাক সমর্থন করে। তিনি বলেছেন, ইরাক গাজার পুনর্গঠনে ২ কোটি মার্কিন ডলার এবং লেবাননের পুনর্গঠনে ২ কোটি মার্কিন ডলার সহায়তা দিবে।
সূত্র: এএফপি
এসজেড