ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিয়ে এই ভিন্নতার ব্যাখ্যা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে—দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি মাঝপথেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
রাতের এই হামলার সময় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলজুড়ে সাইরেন বেজে ওঠে। এতে মধ্যরাতে আতঙ্কিত হয়ে লক্ষাধিক মানুষ বাঙ্কারে আশ্রয় নেন।
গত ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আইডিএফ ফের সামরিক অভিযান শুরু করার পর থেকে ইয়েমেন থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলের দিকে হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। এখন পর্যন্ত তারা ইসরায়েলের দিকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টির বেশি ড্রোন ছুড়েছে বলে জানা গেছে। তবে এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বা মাঝপথে ভেঙে পড়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
thebgbd.com/NIT