ঢাকা | বঙ্গাব্দ

জেলেনস্কিকে চাপ দেবেন ট্রাম্প

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান মিডিয়ার মন্তব্যে নিশ্চিত করেছেন, সোমবারের ফোনালাপের প্রস্তুতি চলছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২৫
জেলেনস্কিকে চাপ দেবেন ট্রাম্প ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামীকাল সোমবার তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা করছেন। তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বিভিন্ন ন্যাটো দেশের নেতাদের সঙ্গে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কথা বলবেন। মস্কো থেকে ‘তাস’ এই খবর জানায়।


ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে ফোনে ইউক্রেনে ‘রক্তপাত’ বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। ট্রাম্প শনিবার তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘আশা করি পুতিনের সঙ্গে ফোনে আলোচনা ফলপ্রসূ হবে। একটি যুদ্ধবিরতি চুক্তি হবে এবং অত্যন্ত সহিংস এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না, আর নয়, এবার শেষ করতে হবে।’ 


এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান মিডিয়ার মন্তব্যে নিশ্চিত করেছেন, সোমবারের ফোনালাপের প্রস্তুতি চলছে। কয়েক বছরের মধ্যে মস্কো এবং কিয়েভের মধ্যে প্রথম সরাসরি আলোচনা যুদ্ধবিরতিতে ব্যর্থ হওয়ার একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এসেছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তুরস্কে মুখোমুখি সাক্ষাতের প্রস্তাব পুতিন প্রত্যাখ্যান করেন। অপরদিকে জেলেনস্কি চেয়েছেন, প্রেসিডেন্ট পর্যায়ে নয়- ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনায় বসতে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পর এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের মিত্র হয়ে ওঠে। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতি ছিল। এছাড়াও শনিবার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন। রোম সফরের সময়, রুবিও পরামর্শ দেন, ভ্যাটিকান রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার স্থান হতে পারে।


ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন ফ্রন্টলাইন এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি বাসে আঘাত করার পর উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে শোক ঘোষণা করা হয়েছে। যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এখন পর্যন্ত এক হাজার বন্দী বিনিময়ের বিষয়ে একমত হওয়ার পর রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদল ইস্তাম্বুল ত্যাগ করার কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হয়। 


সূত্র: এএফপি 


এসজেড