ঢাকা | বঙ্গাব্দ

দল বিষয় নয়, অপকর্ম না করলেই বিএনপিতে আসতে পারবে: আমীর খসরু

অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
দল বিষয় নয়, অপকর্ম না করলেই বিএনপিতে আসতে পারবে: আমীর খসরু ছবি : সংগৃহীত।

অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টরা বিদায় হওয়ার পর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। মানুষ মালিকানা ফিরে পাবে কি-না সেটি নিয়েও সংশয়। নির্বাচনের খবর নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার খবর দেখা যাচ্ছে না।

রোববার (১৮ মে) রাজধানীতে এক সভায় সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, সংস্কারের নামে ধোয়া তোলা হচ্ছে, ঐক্যমত্য কোথায় হলো সেটিও বলা হচ্ছে না। ঐকমত্যের বিষয়গুলো সামনে এনে নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না কেনো?

আমীর খসরু আরও বলেন, সংস্কার বিষয়ে জাতি শঙ্কায় রয়েছে, যত দিন যাবে তত সমস্যা বাড়বে, দেশ বিপদে পড়বে। ঐকমত্যে যাওয়া সংস্কার প্রকাশ করে সেগুলো সমাধান করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহবান জানান তিনি। বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। যত বিলম্বিত হচ্ছে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে।

বিএনপির এই নেতা বলেন, করিডোর-বিনিয়োগের ইস্যুতে দেশ শঙ্কটে পড়বে। এটি নির্বাচিত সরকারের বিষয়। বিনিয়োগ-করিডোরের ম্যন্ডেট কে দিয়েছে এদের? ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে, আগস্ট-সেপ্টেম্বরেও হতে পারে। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই।

ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে তিনি বলেন, কোর্ট অর্ডার হলে তা বাস্তবায়নে সমস্যা কোথায়? এতে কি আইনের শাসনের ব্যত্যয় হচ্ছে না? আমদানি করে বিভিন্ন যায়গায় লোক বসানো হচ্ছে, এরা কারা?

বিএনপির এই নেতা আরও বলেন, কারও ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চাই না, মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে। দল বিষয় না, অপকর্ম না করলে তারা বিএনপিতে আসতে পারে।

আমীর খসরু বলেন, সহাবস্থানের রাজনীতি চায় বিএনপি। সহনশীল সাংঘর্ষিক রাজনীতি চাই না। মানুষ সাংঘর্ষিক মব রাজনীতি আর দেখতে চায় না, ভিন্নমত পোষণ করেও ভিন্ন রাজনৈতিক ধারণা চালু করতে চায় বিএনপি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে, আজ কেনো প্রশ্ন উঠছে? কেনো নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না? নির্বাচনের রোডম্যাপ না দিয়ে হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। ভালো কাজ করতে হলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। আরও জানান, শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় বিএনপি। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্ন উঠবে। রোডম্যাপ দিয়ে রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে পারে অন্তর্বর্তী সরকার।

বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে জনসমর্থন লাগবে, রাজনৈতিক সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে পারে। এ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সরকার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন অনুষ্ঠানের। সেটিতেই তাদের ফোকাস হওয়া উচিত। দেশ বিদেশে সবাই তাকিয়ে আছে নির্বাচনের দিকে।

thebgbd.com/NA