হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার সময় আটক হয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ রোববার (১৮ মে) থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন তিনি।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে যাওয়া হয়।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করার কথা ছিল।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে।
thebgbd.com/NA