জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় এক টেলিভিশন উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আইনজীবীর অভিযোগ, টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে পরিচালিত অনুষ্ঠানগুলোতে তমা রশিদ বারবার এমন ভাষা ব্যবহার করছেন যা দেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ এবং নৈতিকতার পরিপন্থী।
তিনি বলেন, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ৩.৬.৩ ধারা অনুযায়ী, শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে ক্ষতিকর এমন অশ্লীল, ভুল তথ্য ও সহিংসতামূলক কনটেন্ট প্রচারে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। তমা রশিদ এই নির্দেশনা লঙ্ঘন করেছেন।’
আইনজীবী আরও বলেন, ‘নীতিমালার ৩.৬.৫ ধারায় বলা হয়েছে, কোনো অপরাধমূলক কার্যকলাপ বা অশোভন আচরণ প্রচারে এমন কিছু না দেখাতে, যা সমাজে অপরাধ প্রবণতা বাড়ায়। অথচ তমা রশিদের অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে এমন শব্দ ও আচরণ দেখা যাচ্ছে, যা অশ্লীলতা ও কুরুচির উৎসাহ দিচ্ছে।’
সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে তমা রশিদের এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে তার বিরুদ্ধে আজ নোটিশ প্রদান করছি, যাতে ভবিষ্যতে আর এই ধরনের ভাষা বা উপস্থাপনা না করা হয়।’
thebgbd.com/NA