ঢাকা | বঙ্গাব্দ

ফারিয়া থাইল্যান্ডে নয় এখন যাচ্ছে ডিবি কার্যালয়ে

যাচ্ছিলেন থাইল্যান্ড, এখন নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
ফারিয়া থাইল্যান্ডে নয়  এখন যাচ্ছে ডিবি কার্যালয়ে ছবি : সংগৃহীত।

যাচ্ছিলেন থাইল্যান্ড, এখন নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে
থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ রোববার (১৮ মে) তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।


পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় নেওয়ার কথা থাকলেও এখন নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, তাকে ডিবিতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ডিবি থেকে সিদ্ধান্ত হবে, ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে নাকি অন্য মামলায়।

ভাটারা থানায় হস্তান্তর না করে তাকে ডিবিতে নেওয়া হচ্ছে, এ বিষয়ে অবহিত করা হয়েছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, আমাদের অবহিত করা হয়েছে।

thebgbd.com/NA