ঢাকা | বঙ্গাব্দ

প্লাস্টিক নয়, কোন বোতলে পানি রাখা সবচেয়ে নিরাপদ?

দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে—প্লাস্টিকের বোতলে পানি রাখা কি নিরাপদ?
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
প্লাস্টিক নয়, কোন বোতলে পানি রাখা সবচেয়ে নিরাপদ? ছবি : সংগৃহীত।

দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে—প্লাস্টিকের বোতলে পানি রাখা কি নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, না। কারণ, অনেক ধরনের প্লাস্টিক বোতল থেকে বিসফেনল-এ (BPA) বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পানি ও শরীরে ছড়িয়ে পড়তে পারে। এতে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়ে।

তাহলে প্রশ্ন হলো—পানির জন্য সবচেয়ে নিরাপদ বোতল কোনটি?

বিশেষজ্ঞদের মতে, পানির জন্য স্টেইনলেস স্টিল এবং গ্লাস (কাঁচের বোতল) সবচেয়ে নিরাপদ বিকল্প।

স্টেইনলেস স্টিল বোতল: এই ধরনের বোতল টেকসই, টক্সিনমুক্ত ও তাপমাত্রা ধরে রাখতে সক্ষম। এতে কোনো রাসায়নিক মিশে পানির স্বাদ নষ্ট হয় না। বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশবান্ধবও।

গ্লাস বোতল: কাঁচের বোতল সবচেয়ে ইনঅ্যাকটিভ উপাদানে তৈরি, ফলে এতে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। পানি বিশুদ্ধ থাকে এবং স্বাদ অক্ষুণ্ণ থাকে। তবে এটি ভঙ্গুর হওয়ায় ব্যবহারে সতর্কতা জরুরি।

এছাড়া BPA-free প্লাস্টিক বোতল ব্যবহারের পরামর্শও দেওয়া হয়, তবে তা দীর্ঘমেয়াদে ঝুঁকিমুক্ত কি না, সে বিষয়ে এখনো গবেষণা চলছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, যেই বোতলই ব্যবহার করুন না কেন, তা নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া জমে যেতে পারে। তাই প্রতিদিন বোতল ধুয়ে নেওয়া এবং সপ্তাহে অন্তত একবার গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করাই বুদ্ধিমানের কাজ।

thebgbd.com/NA