ঢাকা | বঙ্গাব্দ

কন্ট্যাক্ট লেন্স পরে গোসল করলে কী ক্ষতি হতে পারে?

চোখের দৃষ্টি স্বাভাবিক রাখতে এখন অনেকেই চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
কন্ট্যাক্ট লেন্স পরে গোসল করলে কী ক্ষতি হতে পারে? ছবি : সংগৃহীত।

চোখের দৃষ্টি স্বাভাবিক রাখতে এখন অনেকেই চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। এটি যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবলও। তবে অনেকেই কন্ট্যাক্ট লেন্স পরে গোসল বা মুখ ধোয়ার মতো কাজ করে ফেলেন, যা চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

চক্ষু বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, কন্ট্যাক্ট লেন্স পরে কখনোই গোসল করা উচিত নয়। কারণ, পানি—তা ট্যাপের হোক বা ঝরনার—চোখের সংবেদনশীল অংশে জীবাণু প্রবেশ করাতে পারে, যা লেন্সের উপস্থিতিতে আরও ভয়াবহ হয়ে ওঠে। কন্ট্যাক্ট লেন্সের মধ্যে পানি আটকে গিয়ে এক ধরনের আর্দ্র পরিবেশ তৈরি করে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অ্যামিবা জন্মাতে সহায়তা করে।

বিশেষ করে Acanthamoeba নামক একপ্রকার অ্যামিবা থাকে অনেক সময় ট্যাপের পানিতে। এটি কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে চোখে ঢুকে Acanthamoeba keratitis নামক একটি বিরল কিন্তু ভয়ানক ইনফেকশন ঘটাতে পারে। এই রোগের ফলে চোখে তীব্র ব্যথা, ফোলা, ঝাপসা দেখা, এমনকি স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হতে পারে।

এছাড়াও গোসলের সময় চোখে সাবান, শ্যাম্পু বা অন্যান্য কেমিক্যাল প্রবেশ করলে তা লেন্সে আটকে থেকে চোখে জ্বালা, লালভাব এবং সংক্রমণ সৃষ্টি করতে পারে। অনেক সময় লেন্সটি চোখে আটকে যায় বা ভাঁজ পড়ে গিয়ে কর্নিয়াকে আঘাত করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোসলের আগে অবশ্যই লেন্স খুলে ফেলা উচিত। আর যদি কোনো কারণে লেন্স খুলতে না পারেন, তাহলে চোখে পানি ঢুকা বা সাবান লাগা এড়াতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বিকল্প হিসেবে চশমা ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।

চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। তাই সামান্য অসতর্কতায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে নিয়ম মেনে চললেই চোখ থাকবে সুস্থ ও নিরাপদ।

thebgbd.com/NA