নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের ধাক্কায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে শনিবার এক বিবৃতিতে মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে। মেক্সিকো সিটি থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
মেক্সিকান নৌবাহিনী এক্স-এ এক পোস্টে জানিয়েছে, কুয়াউহতেমোক জাহাজটি তখন একটি প্রশিক্ষণ অভিযানে ছিল এবং ‘দুর্ঘটনায়’ ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনায়’ কোনও নৌসদস্য পানিতে পড়েননি। তাই উদ্ধার অভিযানের প্রয়োজন হয়নি। এতে বলা হয়েছে, নৌবাহিনী মন্ত্রণালয় তার কর্মীদের নিরাপত্তা, তার কার্যক্রমে স্বচ্ছতা এবং মেক্সিকান নৌবাহিনীর ভবিষ্যত কর্মকর্তাদের প্রশিক্ষণে উৎকর্ষতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
সূত্র: এএফপি
এসজেড