গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বর্ধিত সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার একদিন পর ফিলিস্তিনি ভূখণ্ডে রোববার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। গাজা উপত্যকা থেকে এএফপি এ তথ্য জানায়।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ভূখণ্ডের দক্ষিণে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের কয়েকটি তাঁবুতে হামলায় ২২ জন নিহত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড