ঢাকা | বঙ্গাব্দ

রোমে ভ্যান্স-জেলেনস্কি বৈঠক

দুই নেতা নবনির্বাচিত পোপ চতুর্দশ লিওর অভিষেক প্রার্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন।
  • অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২৫
রোমে ভ্যান্স-জেলেনস্কি বৈঠক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রোববার রোমে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এটিই তাদের প্রথম বৈঠক বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।


রোম থেকে এএফপি জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিট (গ্রিনউইচ মান সময় ১২:৪০) নাগাদ দেওয়া এক বিবৃতিতে ভ্যান্সের একজন মুখপাত্র জানান, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন,’ যা অনুষ্ঠিত হচ্ছে রোমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে।


এর আগে রোববার সকালে দুই নেতা নবনির্বাচিত পোপ চতুর্দশ লিওর অভিষেক প্রার্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং করমর্দন করেন।


সূত্র: এএফপি 


এসজেড