ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাক-মাই‌ক্রোবা‌সের সংঘর্ষে নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০২৫
দিনাজপুরে ট্রাক-মাই‌ক্রোবা‌সের সংঘর্ষে নিহত ৩ ফাইল ছবি

দিনাজপুরে ট্রা‌ক ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। ঘটনাস্থ‌লেই দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘ‌টে‌।


নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আ‌রিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি।


ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)।


তিনি বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।


thebgbd.com/NIT