গতকালই নিষ্পত্তি হয়ে যেতে পারত ইতালিয়ান লিগ শিরোপার ভাগ্য। সে জন্য ইন্টার মিলানের হার ও নাপোলির জিততে হতো। দুটির কোনোটিই হয়নি, নিজ নিজ ম্যাচে দুদলই ড্র করেছে।
পার্মার সঙ্গে ড্র করায় লিগের ৩৭তম ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নাপোলির, ল্যাজিওর সঙ্গে ড্র করা ইন্টারের সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট ৭৮। অর্থাৎ শেষ ম্যাচ ডেতে দুদলের সামনেই শিরোপা জেতার সুযোগ। নাপোলির চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে কাগলিয়ারির বিপক্ষে জয়ই যথেষ্ট। আবার শিরোপার জন্য তারা ড্র কিংবা ম্যাচটি হেরে গেলে ইন্টারেরও হারতে হবে।
শিরোপা জিততে নাপোলি যাতে জয় না পায়, ইন্টারকে সেই আশা করতে হবে, আশা করতে হবে যেন নাপোলি না হারলেও অন্তত ম্যাচটি ড্র করে। নাপোলি ড্র করলে শেষ ম্যাচে কোমোর বিপক্ষে ইন্টারের জিততে হবে। যদি নাপোলি হারে ও ইন্টার মিলান ড্র, অর্থাৎ দুদলের পয়েন্টই সমান হয়, তবে শেষ ম্যাচ ডেতেও নিষ্পত্তি হবে না লিগ শিরোপার। শিরোপার ভাগ্য নির্ধারণের জন্য তখন দুই দলের মধ্যে প্লেঅফ অনুষ্ঠিত হবে।
নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার (২৫ মে) নাপোলি কাগলিয়ারির ও ইন্টার কোমোর মুখোমুখি হবে।
এবার জিতলে এটা হবে নাপোলির চতুর্থ লিগ শিরোপা। আশির দশকে ম্যারাডোনা ম্যাজিকে দুবার লিগ উঁচিয়ে ধরার দীর্ঘ সময় পর ২০২২-২৩ মৌসুমে তৃতীয় শিরোপা জেতে ন্যাপলসের দলটি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টারের লিগ শিরোপার সংখ্যা ২০।
কার হাতে উঠবে এবারের ইতালিয়ান সিরি আ?
thebgbd.com/NIT