স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না। সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন।
সোমবার (১৯ মে) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে। এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।
উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে। পহেলা জুন থেকে ৩ জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের।
তিনি বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়। কেউ যেন ভোগান্তির শিকার না হয়। ফারিয়ার বিষয় তদন্ত চলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই তাকে ছেড়ে দেয়া হবে।
যারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় রয়েছে সেসব দাবি যদি যৌক্তিক হয় সেটা মেনে নেয়া উচিত। তবে কোনো অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে সে ব্যাপারে আবারও অনুরোধ জানান উপদেষ্টা।
thebgbd.com/NIT