গুরুতর আহত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।
ভাটারা থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল ভুঁইয়া ফারিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করেন। তার আইনজীবী জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করে আদালত আগামী ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেছে।
গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে, যা জুলাই মাসের কথিত “গণ অভ্যুত্থান”-এর সময়কার একটি হত্যাচেষ্টার ঘটনা ঘিরে দায়ের করা হয়।
এ মামলায় নুসরাত ফারিয়াসহ আরও ১৬ জন শিল্পীকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ আরও অনেকে।
thebgbd.com/NIT